শুক্রবার (১৩ সেপ্টেম্বর) ভোরে শহরের সিংগা বাইপাস এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ মামলার সব আসামিকেই গ্রেফতার করা সম্ভব হয়েছে।
আরও পড়ুন...‘ধর্ষক’র সঙ্গে বিয়ে: ওসি প্রত্যাহার-এসআই বরখাস্ত
গত ২৯ আগস্ট রাতে পাবনা সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের এক গৃহবধূকে অপহরণ করে একই গ্রামের আকবর আলীর ছেলে রাসেল আহমেদ ও তার চার সহযোগী টানা চারদিন ধরে গণধর্ষণ করেন। পরে ওই গৃহবধূ বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করলেও মামলা নথিভুক্ত না করে থানা চত্বরে তাদের বিয়ে দিয়ে ঘটনার মিমাংসার চেষ্টা চালায়। বিষয়টি গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে পুলিশ সুপারের নির্দেশে মামলা নথিভুক্ত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়ায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুল হককে প্রত্যাহার ও উপ-পরিদর্শক একরামুল হককে সাময়িক বরখাস্ত করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৯
এনটি