ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

এম আব্দুর রহিমের কবরে স্পিকারের শ্রদ্ধা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এম আব্দুর রহিমের কবরে স্পিকারের শ্রদ্ধা

দিনাজপুর: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মান স্বাধীনতা পদকপ্রাপ্ত মুক্তিযুদ্ধের পশ্চিমাঞ্চলীয় জোন-১ এর চেয়ারম্যান, স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য, সাবেক সংসদ সদস্য মরহুম এম আব্দুর রহিমের কবরে শ্রদ্ধা জানিয়েছেন জিয়ারত করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। 

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামে মরহুম এম আব্দুর রহিমের কবরে শ্রদ্ধা ও জিয়ারত করেন তিনি।  

এসময় নিউজ২৪ এর সিইও এবং বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু, মরহুমের বড় ছেলে হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, এম আব্দুর রহিম সমাজকল্যাণ ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের কার্যকরী সভাপতি সফিকুল হক ছুটুসহ স্থানীয় আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

 

এম আব্দুর রহিম ১৯২৭সালে ২১নভেম্বর দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের জালালপুর গ্রামের এক সমভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। বাবা মরহুম মো: ইসমাইল সরকার ও মা মরহুম দরজ বিবি। তিনি ২০১৬ সালের ৪ সেপ্টম্বর সকাল সোয়া ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার বারডেম হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।