১৩ সেপ্টেম্বর (শুক্রবার) এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন এবং বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ইমরান শেখ, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের সভাপতি শেখ হানিফ, সদস্য সচিব শিল্পী বিমানেশ চন্দ্র বিশ্বাস, পরিচালক লিজা, আসাদুর রহমান, এস এম, সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশনের কর্মকর্তাগণ, প্রতিযোগী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ৫ শতাধিক শিশু-কিশোর প্রতিযোগী অংশ নেয়।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
আরএ