ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

প্রতারণার অভিযোগে পটুয়াখালীতে ৩ বাসে জরিমানা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
প্রতারণার অভিযোগে পটুয়াখালীতে ৩ বাসে জরিমানা 

পটুয়াখালী: যাত্রীদের সঙ্গে প্রতারণা ও হয়রানির অভিযোগে বরিশাল-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে তিন বাসকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকালে পটুয়াখালীতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমানের নেতৃত্ব পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়।  

মাহবুবুর রহমান বাংলানিউজকে জানান, বরিশাল থেকে কুয়াকাটার কথা বলে যাত্রী তুলে, পরে পটুয়াখালীতে নামিয়ে দিয়ে যাত্রীদের সঙ্গে প্রতারণা ও মিথ্যা কথা বলার দায়ে তিন বাসকে জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।