ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ২২০০ পিস ইয়াবাসহ চার মাদকবিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট ফটো করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
বগুড়ায় ২২০০ পিস ইয়াবাসহ চার মাদকবিক্রেতা আটক

বগুড়া: বগুড়া সদর উপজেলার চারমাথা বাস টার্মিনাল এলাকা থেকে দুই হাজার ২০০ পিস ইয়াবাসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

আটকরা হলেন- মো. আলম মিয়া (৩৪), মো. আ. আহাদ লিমন (২৮), মো. মাহাফেল মিয়া (২৬) ও মো. শাহাদুল ইসলাম (২৮)।

তারা গাইবান্ধা জেলার বাসিন্দা। মাদক বিক্রির জন্য তারা বগুড়ার চারমাথা বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছিল।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল চারমাথা বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এসময় দুই হাজার ২০০ পিস ইয়াবাসহ ওই চার মাদকবিক্রেতাকে আটক করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
কেইউএ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।