শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
আটকরা হলেন- মো. আলম মিয়া (৩৪), মো. আ. আহাদ লিমন (২৮), মো. মাহাফেল মিয়া (২৬) ও মো. শাহাদুল ইসলাম (২৮)।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বগুড়া গোয়েন্দা পুলিশের একটি বিশেষ দল চারমাথা বাস টার্মিনাল এলাকায় অভিযান চালায়। এসময় দুই হাজার ২০০ পিস ইয়াবাসহ ওই চার মাদকবিক্রেতাকে আটক করা হয়।
বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
কেইউএ/আরবি/