শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কুমারী বড়টিলা এলাকায় এ ঘটনা ঘটে। বাবু ওই এলাকার শাহ আলমের ছেলে।
জানা যায়, দুপুরে প্রকৃতির ডাকে সাড়া দিতে টয়লেটে যায় বাবু। এসময় টয়লেটের স্লাব ভেঙে নিচে পড়ে যায় সে। তাকে উদ্ধার করতে তার মামা আল আমিন সেফটিক ট্যাংকে নামলে তিনিও জ্ঞান হারিয়ে ফেলেন। পরে স্থানীয়রা দ্রুত দু’জনকে উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। আল আমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এডি/আরবি/