ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
সাভারে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

সাভার (ঢাকা): সাভারে ঙ্কনকন রাণী দাস (২৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে, বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে স্বামীর ওপর রাগ করে ওই গৃহবধূ বিষ পান করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে।

রাণী সুনামগঞ্জের কাদির থানার শালা গ্রামের শুকান্ত দাসের স্ত্রী। তারা পরিবারসহ সাভারের ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানা গেছে।  

পুলিশ জানায়, বিয়ের পর থেকে রাণী ও শুকান্ত দম্পতির মধ্যে পারিবারিক কহলের জেরে প্রায়ই কথা কাটাকাটি হতো। রোববার (৮ সেপ্টেম্বর) বাকবিতণ্ডার জেরে স্বামীর মারপিটে গুরুত্বর আহত হন ওই গৃহবধূ। এরই জেরে বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে রাণী বিষ পান করেন। পরে তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হোসেন বাংলানিউজকে বলেন, ময়না-তদন্তের ওই গৃহবধূর মরদেহ ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে স্ত্রীর মৃত্যু পর থেকে পালাতক রয়েছেন স্বামী শুকান্ত। ময়না-তদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।