শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহতের পরিচয় জানা যায়নি।
রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাফুর আহমেদ বাংলানিউজকে জানান, ফরিদপুর থেকে মাইক্রোবাসটি খুলনার দিকে যাচ্ছিল। পথে ওই এলাকায় ঢাকামুখি একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালকের মৃত্যু হয়।
খবর পেয়ে মাগুরা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। ময়না-তদন্তের জন্য মরদেহটি মাগুরা সদর হাসপাতাল মর্গে পাঠানো প্রস্তুতি চলছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। এছাড়া নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এসআরএস