ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ইন্দো-বাংলা এডুকেশন সামিটে অংশ নিতে ভারত গেলেন ২ শিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৯
ইন্দো-বাংলা এডুকেশন সামিটে অংশ নিতে ভারত গেলেন ২ শিক্ষক

বাগেরহাট: ইন্দো-বাংলা এডুকেশন সামিট-২০১৯ এ অংশ নিতে ভারত গেলেন বাগেরহাটের দুই শিক্ষক। 

১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতার শান্তি নিকেতনে বাংলাদেশ ভবনে অনুষ্ঠিতব্য এ সামিটে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।  

শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ থেকে ৬৯ জনের একটি দল এ সামিটে অংশ নেবেন।

এদের মধ্যে ৫টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, কন্ট্রোলার, প্রোগ্রামার, প্রকৌশলী, শিক্ষকসহ অনেকে রয়েছেন।  

বাগেরহাট থেকে অংশগ্রহণকারী দুই শিক্ষক হলেন, বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ফারহানা আক্তার ও বিএসসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মণ্ডল।

বাংলাদেশ-ভারতের শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সামিটে অংশ নিচ্ছেন। দু’দেশের শিক্ষার মানোন্নয়নে এ সামিট অগ্রণী ভূমিকা পালন করবে বলে জানান বাগেরহাট থেকে অংশগ্রহণকারী দুই শিক্ষক।
 
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা,  সেপ্টেম্বর ১৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।