শুক্রবার (১৩ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে ইউএনওর অভিযানে বন্দর কুশিয়ারা ও ধামগড় ইউনিয়নের কাজীপাড়া গ্রামে আলাদা দু’টি বাল্যবিয়ে বন্ধ করা হয়।
ইউএনও শুক্লা সরকার জানান, উপজেলা মহিলা অধিদপ্তর ও স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে তারা ধামগড় ইউনিয়নের কাজীপাড়া এলাকার আলতাফ ও কুশিয়ারা এলাকার লুৎফর মিয়ার বাড়িতে অভিযান চালান।
লুৎফর রহমানের ১৫ বছরের মেয়ে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণি ছাত্রী লাবন্য ও কুশিয়ারা এলাকার আলতাফ মিয়ার ১৫ বছর বয়সী মেয়ে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রী মিথিলার বিয়ের প্রস্তুতি চলছিল। অভিযানে ইউএনও অভিভাবকদের বাল্যবিয়ের কুফল বর্ণনা করে এর বিরুদ্ধে কঠোর দণ্ডের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বিয়ে বন্ধ করে দেন।
একইসঙ্গে ১৮ বছরের আগে বিয়ে দেবেন না শর্তে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা সই করান তিনি।
বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
এএ