তিনি উমেদপুর ইউনিয়নের রামরায়েরকান্দি গ্রামের লালমিয়া মাতুব্বরের ছেলে এবং উমেদপুর ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শিবচর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক গৌড়া এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, জ্বরে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার তিনি শিবচরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে আনোয়ার খান মডার্ন হাসপাতালের আইসিইউতে রাখা হয়। শুক্রবার রাতে ৮টার দিকে তার মৃত্যু হয়।
শিবচর উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক আজিজুল হক জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর খবর পেয়েছি। তিনি ইউনিয়ন যুবলীগের দপ্তর সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে উপজেলা যুবলীগ গভীর শোক প্রকাশ করেছে।
এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মাদারীপুর জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৯
আরএ