ড. একে আব্দুল মোমেনের কাছে পরিচয়পত্র পেশ করেন সুদীপ্ত মুখোপাধ্যায়, ছবি: বাংলানিউজ
ঢাকা: বাংলাদেশে জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখোপাধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে পরিচয়পত্র পেশ করেছেন। এ সময় ড. মোমেন জাতিসংঘকে বাংলাদেশের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানান।
শনিবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে উল্লেখ করা হয়, জাতিসংঘের নবনিযুক্ত আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখোপাধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের কাছে পরিচয়পত্র পেশকালে তারা দুজনে একান্ত বৈঠকে বসেন।
এ সময় ড. মোমেন ১৯৭২ সাল থেকে বাংলাদেশের পাশে থাকার জন্য জাতিসংঘের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সুদীপ্ত ২০১৬ সাল থেকে বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এখন থেকে তিনি জাতিসংঘের আবাসিক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ সময়: ০২৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
টিআর/টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।