শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও কক্সবাজার সরকারি মহিলা কলেজ এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে কক্সবাজার ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বাংলানিউজকে বলেন, সারাদেশে কিশোরদের গ্রুপভিত্তিক সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে অভিযান চলছে।
মানস বড়ুয়া বলেন, আটকদের বিরুদ্ধে ইভটিজিংয়ের অভিযোগ রয়েছে। এছাড়া এদের বিরুদ্ধে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ আছে কি-না, তা খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ০৬৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসবি/টিএ