পুলিশ জানায়, এ কিশোররা জেলা শহরের নিউ মার্কেটের মাছপট্টির সামনে বসে পথচারী নারীদের ইভটিজিং, ছিচকে চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে আটকদের অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, ছয় থেকে সাত কিশোর জেলার নিউ মার্কেট এলাকায় মাছপট্টির সামনে বসে চুরিসহ পথচারী নারীদের ইভটিজিং করেছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে মানবিক দিক বিবেচনা করে রাতে থানায় আটকদের অভিভাবকদের ডেকে এনে সচেতন করা হয় এবং মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি জিয়াউর।
বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরআইএস/