রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বালুয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাজুল গজারিয়া উপজেলার বালুয়াকান্দি গ্রামের মৃত হোসেন আলির ছেলে।
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) রাশেদুল হক বাংলানিউজকে জানান, ঢাকামুখী মতলব এক্সপ্রেসের যাত্রীবাহী বাসচাপায় পথচারী তাজুলের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এ ঘটনায় বাস জব্দ করাসহ চালক কামালকে আটক করা হয়েছে। বাসের কাগজপত্র ঠিক আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।
মরদেহ বর্তমানে হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে বলেও জানান এসআই রাশেদুল।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরআইএস/