রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলার পল্লীবিদ্যুৎ কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুপুরে সদর দক্ষিণ উপজেলা থেকে প্রয়োজনীয় কাজ শেষে সজল, কাজল এবং শাহীন মোটরসাইকেলযোগে পদুয়ার বাজার বিশ্বরোডের যাচ্ছিলেন।
নিহত তিনজন হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার সানন্দা গ্রামের বাসিন্দা মো. সাদেক হোসেনের ছেলে কাজল, একই এলাকার লালমতি গ্রামের হুমায়ন কবিরের ছেলে সজল এবং একই গ্রামের শাহীন।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও বাসটি জব্দসহ ঘাতক বাসের চালক হামিদুল ইসলামকে আটক করা হয়েছে।
নিহত তিনজনের মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও ওসি আলমগীর।
বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরআইএস/