মাদককারবারি মুন্না পুলিশ হেফাজতে। ছবি: বাংলানিউজ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি মুন্না ওরফে সায়েদ মুন্নাকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মুন্না সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মুক্তিনগর এলাকার আবুল কালামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আজিজুল হক বাংলানিউজকে জানান, গ্রেফতার মুন্নার বিরুদ্ধে আলোচিত সোর্স জয় হত্যা মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ মাদককারবারি।
বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরআইএস/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।