রোববার (১৪ সেপ্টেম্বর) র্যাব-১২ থেকে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত র্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান ও জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের নেতৃত্বে ভেজাল ওষুধের বিরুদ্ধে এ অভিযানটি পরিচালিত হয়।
এসময় বগুড়া সদর থানার সুলতানগঞ্জ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মোবাইল কোর্ট পরিচালনা করে কল্পনা বেগম (৪০) নামে এক নারীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া জরিমানার অর্থ অনাদায়ে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড-ও দেওয়া হয়।
কল্পনা বেগম ওই এলাকার বাসিন্দা মো. তাইজ্জুল ইসলামের স্ত্রী।
অন্যদিকে আরেক অভিযানে জেলার সদর থানাধীন ঠনঠনিয়া হাজীপাড়া এলাকার মো. শাহাদুজ্জামানকে (৩৫) ৪০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
শাহাদুজ্জামান ওই এলাকার বাসিন্দা মো. আব্দুর রশিদের ছেলে।
মোবাইল কোর্ট পরিচালনা শেষে কারাদণ্ড পাওয়া অভিযুক্তদের বগুড়া জেলা কারাগারে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৪৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
কেইউএ/এসএ