রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাব চত্বরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে অংশগ্রহণকারীরা মিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গত শুক্রবার বিকেলে দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরগুমানী গ্রামের দুদু মিয়া হাওলাদার বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
মানববন্ধনে বক্তব্য রাখেন-মিমের মা ফরিদা বেগম, ভাই শহিদুল ইসলাম, আকবর হোসেন রাসেল, ইমরান হোসেন, রাকিব পণ্ডিত।
মানববন্ধন শেষে মিম হত্যার দ্রুত সুষ্ঠু বিচার দাবিতে ভোলা জেলা প্রশাসক মো. মাসুদ আলম ছিদ্দিকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরএ