রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এ পৃথক দু’টি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পুষপাইন গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সিয়াম বাবু (৪) এবং উপজেলার কাজিহাল ইউনিয়নের পারইল আদিবাসী গ্রামের ভাঙ্গি টুডুর ছেলে সুপল টুডু (৪৫)।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম বাংলানিউজকে জানান, বেলা ১২টার দিকে উপজেলার হরিবন্দিপুর গ্রামের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে যায় সিয়াম। পরে পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার হয়।
অপরদিকে, দুপুর ২টার দিকে পারইল আদিবাসী গ্রামে বাড়ির পাশে ধানক্ষেতে কাজ করছিল সুপল। এসময় বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানায় পৃথক দু’টি অপমৃত্য (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এসআরএস