রোববার (১৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৃত জোনায়েত হোসেন খাজুরিয়া গ্রামের এস রহমানের ছেলে।
স্বজনরা বাংলানিউজকে জানান, সকালে বৈদ্যুতিক মাল্টিপ্লাগের ভেতরে আঙ্গুল ঢুকিয়ে দিলে বিদ্যুতায়িত হয় জোনায়েত। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. বখতিয়ার আল মামুন তাকে মৃত ঘোষণা করেন।
তার মৃত্যুতে ওই পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এমএস/এসএ