রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এমজি আযম এ রায় দেন। আব্দুল জব্বার ওই উপজেলার বারফা গ্রামের ফজর আলী ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০১০ সালের ১ সেপ্টেম্বর কালীগঞ্জের বারোবাজার থেকে ৩০ বোতল ফেন্সিডিলসহ আব্দুল জব্বার ও আব্দুল জলিল নামে ২ জনকে আটক করে পুলিশ। পরে মাদক নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা করে পুলিশ। সাক্ষ্য গ্রহণ শেষে রোববার আব্দুল জব্বার এ রায় দেন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এনটি