রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। জান্নাতুল ওই গ্রামের আব্দুল কাদিরের মেয়ে ও স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির ছাত্রী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জল হোসেন বাংলানিউজকে জানান, সাতগ্রাম ইউনিয়নের চারিগাঁও গ্রামের আব্দুল কাদিরের মেয়ে জান্নাতুল ফেরদৌসের সঙ্গে নরসিংদীর ভাগদী গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে রিয়াদ হোসেনের বিয়ের দিন ঠিক করা হয় রোববার। বিয়ের সব আয়োজন সম্পন্নও হয়। তবে তিনি গোপনে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে বন্ধ করে দেন।
এসময় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবা-মাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সেইসঙ্গে নোটারি পাবলিকের একটি হলফ নামা জব্দ করা হয়।
তিনি আরও জানান, নোটারি পাবলিকের মাধ্যমে বিয়ে দেওয়া সরকার বন্ধ করে দিয়েছে। তারপরও কিছুলোক নোটারি পাবলিকের মাধ্যমে অপ্রাপ্তবয়স্ক ছেলে-মেয়েদের বিয়ে দিচ্ছে। এ ব্যাপারে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
ওএইচ/