রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নিহতের বাবা আবুল কাশেম বাদী হয়ে কোটবাড়ী এলাকার সাবেক ইউপি সদস্য মিকাইল মোল্লাকে (৬০) প্রধান আসামি করে মামলাটি (নং-৩৯) দায়ের করেন।
মামলার বাকি আসামিরা হলেন- বাবু (২৬), মোক্তার হোসেন (৪০), মনির হোসেন (৪০), রিপন (২০), আনোয়ার (৬০), মনির (২০), স্বপন (৩৮) ও সুজাত (৩৮)।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার রাতে পৌরসভার কোটবাড়ী এলাকায় নিজ বাড়ির সামনে আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এসময় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন স্বপন (২৮) নামে আরও একজন।
তিনি আরও জানান, এ ঘটনায় রোববার দুপুরে নিহতের বাবা আবুল কাশেম একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় পৌরসভার কোটবাড়ী এলাকার সাবেক মেম্বর মিকাইল মোল্লাকে প্রধান আসামি করে ৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৮-৯ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে। একই সঙ্গে আসামিদের গ্রেফতারে অভিযান পরিচালিত হচ্ছে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সাভারের বক্তারপুরের কোটবাড়ী নিজ বাড়ি থেকে কিছু দূরে সন্ত্রাসীদের গুলিতে খুন হন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরএ