রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈনউদ্দিন বাংলানিউজকে জানান, ভালুকা পৌর এলাকার মেজেরভিটা মহল্লায় একটি ভাড়া বাসায় থাকতেন ওই নারী।
তিনি আরও বলেন, সাংবাদিক দীনা খান ঋণগ্রস্ত ছিলেন। ধারণা করা হচ্ছে, ঋণের কারণে মানসিক চাপে তিনি আত্মহত্যা করতে পারেন।
নিহত দীনা খান দৈনিক আজকের সংবাদ পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এমএএএম/ওএইচ/