রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ওই গ্রামে রাস্তা পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাহিদ ধাক্কামারা ইউনিয়নের রিপনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাহিদের মা ওই এলাকার ব্র্যাক স্কুলে চাকরি করেন। রোববার সকালে সে মায়ের সঙ্গে ওই স্কুলে গিয়েছিল। মা যখন স্কুলের বাচ্চাদের ক্লাস নিচ্ছিলেন সেই ফাঁকে মাহিদ খেলতে খেলতে পাকা রাস্তায় চলে যায়। এসময় বিপরীত দিক থেকে আশা ব্যাটারিচালিত একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়।
এলাকাবাসী তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক মাহিদকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আককাছ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
আরএ