রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন বার্ন ইউনিট সংলগ্ন ফুটপাতে লুঙ্গি পরিহিত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে সুজন মাহমুদ নামে এক পথচারী ৯৯৯- এ ফোন দিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন। এর কিছুক্ষণ পরেই ঘটনাস্থলে ছুটে আসে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) শফিউল আলম বাংলানিউজকে জানান, দেখে মনে হচ্ছে, মৃত ব্যক্তি মাদকাসক্ত ও ভবঘুরে ছিলেন। আশেপাশের লোকজন তার পরিচয় বলতে পারছেন না। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৯
এজেডএস/ওএইচ/