বয়সের ভারে কুঁজো হয়ে পড়েছেন এ বৃদ্ধা। বাঁশের লাঠিতে ভর করে চলাফেরা করতে হয়।
সাবিনা খাতুনের পরিবার ও স্থানীয়রা জানান, প্রায় ১৫ বছর আগে তার স্বামী নিয়ত আলী মারা যান। জায়গা-জমি যা ছিল, জীবিত অবস্থায় নিয়ত আলী দুই ছেলে ও তিন মেয়ের নামে সব লিখে দিয়ে যান। স্ত্রী সাবিনা খাতুনকেও দেন কিছু অর্থসম্পদ। তবে, ছোট ছেলে আহাম্মদ আলী (৬০) মায়ের সেই সম্পদ নিয়ে নেন বলে জানিয়েছেন বড় ছেলে নূর মোহাম্মদ (৬৫)। ছেলে-মেয়েরা আলাদা আলাদা সংসার নিয়ে ব্যস্ত। ছোট ছেলে আহাম্মদের বাড়ি থেকে দিনে একবার খাবার পাঠানো হয় বৃদ্ধার ঘরে। এটুকু খেয়েই কোনো রকমে বেঁচে আছেন ৯০ বছরের এ বৃদ্ধা।
সাবিনা খাতুনের বড় ছেলে নূর মোহাম্মদ বাংলানিউজকে বলেন, মা একসময় অনেক অত্যাচার করেছেন। তার যে সম্পদ ছিল, তা দিয়ে দিয়েছেন ছোট ছেলে আহাম্মদকে। এ কারণে আমি আর মায়ের দেখভাল করি না।
ছোট ছেলে আহাম্মদের স্ত্রী জরিনা বেগম বাংলানিউজকে বলেন, তার (সাবিনা খাতুন) মাথায় সমস্যা আছে। রাতে চিৎকার-চেঁচামেচি করে সবাইকে বিরক্ত করেন। কাউকে ঘুমাতে দেন না। এ জন্যই বাড়ির বাইরে টিনের ঘর করে সেখানে রাখা হয়েছে। সেখানেই তার খাবার পাঠানো হয়।
বড় মেয়ে মোমেনা বেগম বাংলানিউজকে বলেন, দুই ভাইয়ের বড় বড় ঘর খালি পড়ে আছে। কিন্তু, মাকে একটা ঘর দেয় না। তারা মাকে ঘর থেকে বের করে দিয়েছে। বাড়ির বাইরে একটা টিনের ডেরায় থাকতে দিচ্ছে।
তিনি বলেন, আমার থাকার ঘর একটাই। সেখানে স্বামী-স্ত্রী দু’জন থাকি। অভাবের সংসার কোনো রকমে চলে। মাঝে-মধ্যে মাকে বাড়িতে এনে গোসল করিয়ে দেই, খাবার দেই, একটু-আধটু যত্ন করি।
বৃদ্ধা সাবিনা খাতুন বাংলানিউজকে বলেন, ছেলে-মেয়ে, নাতি-নাতনি সবাই আছে। কি জানি, ছেলেরা আমারে আলাদা রাখছে কেন? ছেলে-মেয়েদের বাড়িতে জায়গা হয় না আমার। আউশ (শখ) কইরা ছেলের নাম রাখছিলাম নূর মোহাম্মদ। সেই ছেলেও কোনো খোঁজ-খবর নেয় না।
বাংলাদেশ সময়: ০৭১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
আরএস/একে