রোববার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে জেলার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদিকুর রহমানের কাছে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
সাদ্দাম আটপাড়া উপজেলার সুনই ইউনিয়নের ইছাইল গ্রামের দুলাল মিয়ার ছেলে।
নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শাহজাহান মিয়া বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
সাদ্দামের বিরুদ্ধে আটপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়েরকৃত মামলার বরাত দিয়ে পুলিশ কর্মকর্তা শাহজাহান জানান, শনিবার (২৪ আগস্ট) দুপুরে ঝালমুড়ি খাওয়ানো লোভ দেখিয়ে গ্রামের জঙ্গলে নিয়ে প্রতিবেশীর মেয়েকে ধর্ষণ করে সাদ্দাম।
পরবর্তীতে বিষয়টি জানাজানি হলে শিশুর বাবা সংশ্লিষ্ট থানায় মামলা করেন। তবে ঘটনার পর থেকেই সাদ্দাম আত্মগোপনে চলে যান। পরে সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি গ্রাম থেকে তাকে গ্রেফতার করে রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোনায় এনে দিনগত রাতে আদালতে পাঠানো হয়।
আদালতে বিচারকের কাছে সাদ্দাম তার অপরাধ স্বীকার করেন। বিচারক তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
আরএ