ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে ৩টি পিস্তলসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে ৩টি পিস্তলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কয়লাবাড়ি এলাকা থেকে ৩টি বিদেশি পিস্তল, ১টি ওয়ান শুটারগান, ৩টি ম্যাগজিন ও ১৬ রাউন্ড গুলিসহ মজিবুর রহমান (৩২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে তাকে আটক করা হয়।  মজিবুর রহমান উপজেলার কয়লাবাড়ি গ্রামের খলিলুর রহমানের ছেলে।

 

চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ এর অধিনায়ক সহকারী পুলিশ সুপার আজমল হোসেন সোমবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলয়াবাড়ি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মজিবুরকে সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এসময় তার কোমর থেকে ৩টি বিদেশি পিস্তল, একটি ওয়ান শুটারগান, ৩টি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মজিবুর দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।