সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম।
সোমবার ( ১৬ সেপ্টেম্বর) ভোর রাতে সদর উপজেলার দুরাকুটি বড়বাড়ি বাইপাস রোডে এ বন্দুকযুদ্ধ হয়।
গুলিবিদ্ধ সাজেদুল ইসলাম মিঠু সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের সাদেক নগর এলাকার নজির হোসেনের ছেলে।
সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে বলেন, মাদক পাচারকারী একটি চক্র ভারতীয় সীমান্ত থেকে মাদক নিয়ে ফিরছে এমন খবরের ভিত্তিতে দুরাকুটি বড়বাড়ি বাইপাস রোডে অভিযান চালায় সদর থানা পুলিশ। এ সময় চক্রটি পুলিশের উপস্থিতি টের পেয়ে হামলা করলে আত্মরক্ষার্থে পুলিশ চার রাউন্ড রাবার বুলেটে ছোড়ে। এতে সাজেদুল ইসলাম মিঠু'র দুই পায়ে বিদ্ধ হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। এ সময় তার কাছ থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সাজেদুল ইসলাম মিঠু'র বিরুদ্ধে থানায় ৮টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করে সদর থানা পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
আরএ