আটক বিক্রেতারা হলেন- উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের আব্দুল জলিলের ছেলে সোহাগ বাবু (৩১) ও একই গ্রামের আব্দুস ছাত্তারের ছেলে মানিক শেখ (২৩)।
সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) এএসপি মো. রাজিবুল আহসান।
তিনি জানান, র্যাবের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেলে রাণীনগর উপজেলার পশ্চিম বালুভরা গ্রামে অভিযান পরিচালনা করে র্যাব। এসময় ২৫৬০ পিস ইয়াবা ট্যাবলেট, দু’টি মোবাইল, চারটি মোবাইলের সিম কার্ডসহ তাদের আটক করা হয়।
এ ঘটনায় রাণীনগর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
আরএ