সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। নিহতরা হলেন- কক্সবাজারের বাহারছড়ার মৃত আব্দুল মালেকের ছেলে মো. আব্দুল্লাহ আল রিফাত (২৫) ও সদর উপজেলার খরুলিয়ার রাজা মিয়া (২৫)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, সকালে গোলাগুলির শব্দ শুনে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দু’টি উদ্ধার করে।
তিনি বলেন, খোঁজ নিয়ে আমরা জানতে পেরেছি, দু’জনই ইয়াবাবিক্রেতা। ধারণা করা হচ্ছে, মাদকবিক্রেতাদের দু’পক্ষের মধ্যে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। মরদেহ দু’টি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এসবি/আরবি/