এ নিয়ে খুলনায় ডেঙ্গুতে ১২ জনের মৃত্যু হলো। রাফিত যশোরের মনিরামপুর উপজেলার কামরুজ্জামানের ছেলে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) খুমেক হাসপাতালের ডা. পার্থ প্রতিম দেবনাথ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়িতেই ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাফিত রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় খুমেক হাসপাতালে ভর্তি হয়। পরে তার শারীরিক অবস্থা অবনতি হলে রাত ৯টায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে নেওয়া হয়। সেখানেই গভীর রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে খুলনায় ডেঙ্গুরোগে ১২ জনের মৃত্যু হলো।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এমআরএম/এএটি