ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা সন্ত্রাসী আটক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবির থেকে একটি অত্যাধুনিক বিদেশি পিস্তলসহ ছব্বির আহমদ (২৫) নামে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ সেপ্টেম্বর) দিনগত রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ছব্বির বালুখালী-২ নম্বর রোহিঙ্গা শিবিরের দিল মোহাম্মদের ছেলে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল মনসুর বাংলানিউজকে জানান, অপরাধ কর্মকাণ্ড সংঘঠিত করার জন্য কয়েকজন রোহিঙ্গা সন্ত্রাসী জড়ো হয়েছেন, এমন গোপন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় অন্যরা পালিয়ে গেলেও ছব্বির আহম্মদ নামে এই রোহিঙ্গা সন্ত্রাসীকে বিদেশি পিস্তলসহ হাতেনাতে আটক করা হয়।

ওসি জানান, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে এবং বিদেশি পিস্তল তার হাতে কীভাবে এলো তা খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হবে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এসবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।