ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন

কুষ্টিয়া: কুষ্টিয়ায় মাদক মামলায় আসামি মিল্টন হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে ২৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা দায়রা জজ অরূপ কুমার গোস্বামী এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মিল্টন হোসেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতখালী এলাকার খোশবার আলীর ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৮ এপ্রিল দৌলতপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোয়ালিয়া থেকে পাকা রাস্তা দিয়ে এক ব্যক্তি পঁচামাদিয়ার দিকে হেরোইন বিক্রি করার জন্য আসছেন। তখন পুলিশের উপস্থিতি দেখে মিল্টন দৌঁড়ে পালানের চেষ্টা করেন। এসময় পুলিশ তাকে আটক করে তার দেহ তল্লাশি করে প্যান্টের পেছনের বাম পকেটের মধ্য থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ গ্রাম হেরোইন উদ্ধার করে।  

এ ঘটনায় পরদিন তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাদী হয়ে দৌলতপুর থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অনুপ কুমার নন্দী জানান, তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি মিল্টনকে যাবজ্জীবন কারাদণ্ড ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও বছর সশ্রম কারাদণ্ড দেন।

আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. এনামুল হক।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।