ঢাকা: রাজধানীর কাফরুল থানাধীন এলাকার মিরপুর-১৩ নম্বর অবস্থিত বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুলে শাহরিয়ার আলম আকাশ নামে দ্বাদশ শ্রেণির এক ছাত্র আত্মহত্যাচেষ্টা করেছেন বলে পুলিশ জানিয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিটে ওই ছাত্র স্কুলভবনের তিনতলা থেকে লাফ দিয়ে আত্মহত্যাচেষ্টা করেন।
কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বাংলানিউজকে বলেন, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ওই স্কুলে গিয়ে জানা যায়, এক ছাত্র স্কুলভবন থেকে লাফ দিয়েছেন।
পরে তাকে প্রথমে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে নিউরো সায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে নেওয়া হয়। আমরা ঘটনা জানার চেষ্টা করছি।
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এজেডএস/এএটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।