সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শাহজালাল গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর পূবাইল সাব জোনাল অফিসে কর্মরত লাইনম্যান।
গাজীপুর পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর পূবাইল সাব জোনাল অফিসের ডিজিএম এনামুল হক জানান, দুপুরে হাড়িবাড়ি এলাকায় একটি বাড়িতে বিদ্যুতের সংযোগ দিয়ে খুঁটি থেকে নেমেছিলেন শাহজালাল। এসময় তিনি বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠনো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
আরএস/এএটি