নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অস্ত্র ও ডাকাতিসহ ১২ মামলার আসামি নয়ন বন্ডকে (২১) গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) উপজেলার গোহাট্টা এলাকা থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ।
নয়ন বন্ড গোহাট্টা এলাকার জাকিরের ছেলে।
তার বিরুদ্ধে অস্ত্র ও ডাকাতিসহ ১২টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।
সোনারগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বাংলানিউজকে জানান, ১২ মামলাসহ তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।