সোমবার (১৬ সেপ্টেম্বর) স্বাধীনতা সংগ্রামী শহীদ বাঘা যতীনের ১০৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান কুষ্টিয়ার কুমারখালির কয়া মহাবিদ্যালয়ে আয়োজিত এক নাগরিক সমাবেশে একথা বলেন ব্যারিস্টার তুরিন আফরোজ।
এ নাগরিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আফতাব জর্জ।
ব্যারিস্টার তুরিন তার বক্তব্যে আরও বলেন, আজ আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে বসবাস করছি। কিন্তু বিপ্লবের প্রয়োজন ফুরিয়ে যায়নি। বিপ্লব করতে হবে দেশ প্রেম জাগ্রত রাখার জন্য, মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠা করার করার জন্য, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি রোধ করবার জন্য এবং জয় বাংলা স্লোগানের মর্মার্থ ছড়িয়ে দেওয়ার জন্য।
সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক কাজী মুকুল, সমাজকর্মী জালাল উদ্দিন খান, নারী নেত্রী মমতাজ বেগম প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এএ