জামিন না মঞ্জুর হওয়া অন্যরা হচ্ছেন- ঠিকাদার জাহের উদ্দিনের বাবা আব্দুর সাত্তার সরকার, ভগ্নিপতি আসাদুর রহমান ও নিয়োগকৃত প্রতিনিধি কাজী আবু বকর সিদ্দিক।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে খুলনা মহানগর সিনিয়র স্পেশাল আদালতে আসামিরা জামিনের আবেদন করলে বিচারক শহীদুল ইসলাম জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনার পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার মজিবর রহমান বাংলানিউজকে এতথ্য জানিয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, আসামিরা পরস্পর যোগসাজসে চিকিৎসা যন্ত্রপাতি না কিনেই ২০১৭-১৮ অর্থবছরে ১৬ কোটি ৬১ লাখ ৩১ হাজার ৮২৭ টাকা লোপাট করেছে। এ ঘটনায় গত ৯ জুলাই মামলা করে দুদক। এ মামলায় সাতক্ষীরার সাবেক সিভিল সার্জন ডা. তওহীদুর রহমানসহ মোট নয়জনকে আসামি করা হয়েছে। মামলায় বিবাদীপক্ষের আইনজীবী ছিলেন দুদকের সাবেক পিপি অ্যাডভোকেট এমএম মুজিবুর রহমান।
বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এমআরএম/আরবি/