সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে শহরের কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেশাদ পৗর শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভ্যান চালক রফিকুল ইসলাম ফরাজীর ছেলে।
জামিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়শা ছিদ্দিকা বাংলানিউজকে বলেন, সকালে শহরের কলেজ মোড় এলাকায় একটি ইজিবাইক তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলেই মারা যায়।
ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান বাংলানিউজকে বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক ইজিবাইক চালককে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এনটি