সিনিয়র সচিব হয়েছেন এ চার কর্মকর্তা
ঢাকা: চারজন সচিবকে সিনিয়র সচিব করেছে সরকার। এই চার কর্মকর্তাকে সিনিয়র সচিব করে সোমবার (১৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আদেশ জারি করেছে। সিনিয়র সচিব করে তাদেরকে আগের কর্মস্থলেই পদায়ন করা হয়েছে।
সিনিয়র সচিব হওয়া কর্মকর্তারা হলেন- তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব এনএম জিয়াউল আলম, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব আবু হেনা মো. রহমাতুল মুমিন, নির্বাচন কমিশন সচিব মো. আলমগীর এবং জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দীন।
২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।
এখন সিনিয়র সচিবের সংখ্যা ১২ জন। সিনিয়র সচিবদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।
বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এমআইএইচ/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।