সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা জেলা পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
মোটরসাইকেলসহ ঘাতক চালক ইসমাইলকে আটক করেছে পুলিশ।
খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম বাহার বুলবুল বলেন, জেলার পরিষদের সামনে আমাদের সার্জেন্ট রজব আলী কর্মরত ছিলেন। কেসিসি কর্মচারী ইসমাইল দ্রুত বেগে মোটরসাইকেল চালিয়ে সিটি কর্পোরেশনের ভবনের দিকে যাচ্ছিল। সার্জেন্ট তাকে গাড়ি থামাতে বলেন। তিনি গাড়ি থামালে কাগজপত্র দেখতে চান সার্জেন্ট। কিন্তু ইসমাইল কোনো কাগজপত্র না দেখিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে চেষ্টা করে। সার্জেন্ট তার গাড়ির পেছনে ধরে থামানোর চেষ্টা করে। কিন্তু সে গাড়ি থামাননি।
এতে সার্জেন্টের বাম পায়ের ওপর মোটরসাইকেল উঠে ও রাস্তার সঙ্গে ঘষা লেগে বাম পায়ের চামড়া ছিলে গেছে। এ ঘটনায় ইসমাইলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এমআরএম/এএটি