সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেঁজুরতলা বাজার সংলগ্ন মো. আ. হক শেখের মালিকাধীন গুদাম থেকে চালের বস্তাগুলো জব্দ করা হয়।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুনিরুল ইসলাম মুনির বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খেঁজুরতলা বাজার সংলগ্ন মো. আ. হক শেখের মালিকাধীন গুদাম অভিযান চালানো হয়।
এ ব্যাপারে ওই গুদাম মালিক ও চালের মালিকানা দাবি করা মো. আ. হক শেখ বাংলানিউজকে জানান, তিনি খাদ্যগুদামের লাইসেন্সধারী ব্যবসায়ী হিসেবে ওই চাল উপজেলার শ্রীরামাকঠী গুদাম থেকে সোমবার দুপুরে এনেছেন।
এ বিষয়ে শ্রীরামাকাঠী খাদ্যগুদামের রক্ষক (ওসিএলএসডি) স্বপ্না রানি মৃধার সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি বাংলানিউজকে জানান, এ চাল তাদের (খাদ্যগুদাম) নয়। এমন কী তিনি এ ব্যাপারে কিছুই জানেন না।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এনটি