সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার কাদিরপুর ইউনিয়নের হযরত আলী বেপারীর কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সাইদুল ওই এলাকার মেহুক শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলে খেলতে খেলতে সবার অজান্তে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সাইদুল। পরে তাকে বাড়িতে না দেখে খোঁজ শুরু করলে ওই পুকুর থেকে ভাসমান অবস্থায় তার নিথর দেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৯
এসআরএস