বুধবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার নারায়ণপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিম নারায়ণপুর গ্রামের মধ্যপাড়া এলাকার শাহীন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্কুলের সামনের একটি দোকানে লাটিম কিনতে যায় তামিম। এ সময় রাস্তা পার হতে গেলে একটি অটোরিকশা তাকে চাপা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। তবে দুর্ঘটনার পরপরই অটোরিকশা চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
আরএ