বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিম উদ্দিন।
তিনি জানান, সকালে উপজেলার দ্বিতীয় বাইপাস রোডে মাদলা এলাকায় স্থানীয়রা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে। মৃত যুবকের সঙ্গে থাকা পরিচয়পত্র দেখে জানা গেছে তার নাম পাপ্পু। তিনি জয়পুরহাটের জিল্লুর রহমানের ছেলে এবং ঢাকায় একটি ব্যাংকের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। এদিকে গাবতলী উপজেলার রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত নারীর নাম অঞ্জলী রানি (৪৫)। তিনি গাবতলী উপজেলার বিরেশ চন্দ্রের স্ত্রী।
তিনি আরও জানান মরদেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
কেইউএ/এএটি