বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে খেলাঘর আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
এসময় সংবাদ সম্মেলনে খেলাঘরের সভাপতিমণ্ডলীর সভাপতি অধ্যাপিকা পান্না কায়সার, সাধারণ সম্পাদক শাহাবুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক প্রণয় সাহা, আব্দুল মতিন ভূঁইয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিরঞ্জন অধিকারী উপস্থিত ছিলেন।
জানানো হয়, সম্মেলনের প্রথম দিনে শিশু একাডেমিতে সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান।
দ্বিতীয় দিনে বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কালের কণ্ঠের সম্পাদক এবং লেখক ইমদাদুল হক মিলন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ, কবি হাবীবুল্লাহ সিরাজী প্রমুখ।
সন্ধ্যায় শিশু কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।
এবার জাতীয় সম্মেলনের অঙ্গীকার হচ্ছে ‘এই দেশটাকে ভালোবেসে এসো, শান্তি সুখের দার খুলি, মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্ম গড়ে তুলি’।
বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
আরকেআর/ওএইচ/