বুধবার (১৮ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া শেষে নবজাতকের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।
রমনা থানার (এসআই) মো. রেজাউল করিম বাংলানিউজকে জানান, মগবাজার ওয়ারলেসের ফ্লাইওভারের নিচ থেকে চেক লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, কে বা কারা মৃত অবস্থায় ওই নবজাতকে রাস্তায় ফেলে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৯
এজেডএস/এইচএডি